দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে শরীয়তপুরের পারভেজ নিহত


SAPB | JOHANNESBURG | RSA


দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে ফের  রেমিটেন্স যোদ্ধা প্রবাসী বাংলাদেশী নিহত


দক্ষিণ আফ্রিকার কেপটাউনে সন্ত্রাসীদের গুলিতে পারভেজ সরদার (২৮) নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন।ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন।


গত শুক্রবার (১৯ এপ্রিল ২০১৯) ইং তারিখ বাংলাদেশ সময় রাত ১২টা এবং সাউথ আফ্রিকার সময় রাত ৮ টার দিকে এই ঘটনা ঘটে।


নিহত পারভেজের বাড়ি শরীয়তপুর সদর উপজেলার মাহমুদপুর ইউনিয়নে।তার বাবার নাম দেলোয়ার সরদার ও মা পারভীন আক্তার।


সেখানকার একজন প্রবাসী বাংলাদেশীর তথ্য সূত্রে জানা যায়, পারভেজ ২০১৭ সালের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকায় এসেছিলেন। 


কেপটাউন শহরের একটি দোকানে সেলর্সম্যানে কাজ করতেন তিনি।স্থানীয় নিগ্রো সন্ত্রাসীরা কিছুদিন আগে তার কাছে চাঁদা দাবি করে।শুক্রবার পারভেজ চাঁদা দিতে রাজি না হওয়ায় সন্ত্রাসীরা দোকানে ঢুকে পারভেজকে গুলি করে চলে যায়।এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


পারভেজের মামা সুমন আহমেদ কেপটাউন থেকে বলেন, দক্ষিণ আফ্রিকার মধ্যে কেপটাউন ছিল শান্তির শহর।এখানে কোন খুনাখুনী ছিলনা কিন্তু বর্তমানের অবস্থা খুবই খারাপ ও করুন।


এর আগে ২ মার্চ আমার মামা জহিরকে কুপিয়ে হত্যা করে স্থানীয় সন্ত্রাসীরা।এরপর শুক্রবার আমার ভাগিনা পারভেজকে গুলি করে হত্যা করা হলো। 


সমগ্র আফ্রিকা এখন বাংলাদেশিদের জন্য অনিরাপদ হয়ে উঠেছে।টাকার মান নেই বললেই চলে।তার ভিতরে এতো অশান্তি যা বলা বাহুল্য। সবাই আমাদের জন্য দোয়া করবেন।


মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।আল্লাহ মরহুমকে জান্নাতবাসী করুন।আমিন!

  



Comments