দক্ষিণ আফ্রিকার জঙ্গলে বাংলাদেশি ব্যবসায়ীর লাশ, এবং আরও একজন বাংলাদেশী নিখোঁজ

SAPB | JOHANNESBURG | RSA


দক্ষিণ আফ্রিকার জঙ্গলে বাংলাদেশী ব্যবসায়ীর লাশ এবং আরও একজন বাংলাদেশী নিখোঁজ


দক্ষিণ আফ্রিকার জঙ্গলে বাংলাদেশি ব্যবসায়ীর লাশ, এবং আরও একজন বাংলাদেশী নিখোঁজ রয়েছেন।নিম্নে সকল প্রকার তথ্য প্রকাশ করা হলো।

 

দক্ষিণ আফ্রিকার এক জঙ্গলে বাংলাদেশি ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে।গত মঙ্গলবার (২ এপ্রিল) ২০১৯ ইং তারিখ রাতে দেশটির ফ্রাইবার্গে সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে দুলাল আহম্মেদ নামে  এক বাংলাদেশি ব্যবসায়ীর লাশ পাওয়া যায়।এছাড়া আরও একজন বাংলাদেশি নিখোঁজ রয়েছেন।


নিহত দুলাল সিলেট জেলার মাছিমপুর গ্রামের টেকের বাজার এলাকার হাজী সিদ্দিক মিয়ার ছেলে।


নিহতের ভাই জানিয়েছেন, মঙ্গলবার বিকালে দুলাল স্থানীয় কয়েকজন লোকের সঙ্গে ঘুরতে দোকানের বাইরে গিয়েছিলেন।ওই সময় তার সঙ্গে বেশ কিছু টাকা ছিল।ধারণা করা হচ্ছে, স্থানীয় সন্ত্রাসীরা দুলালের কাছ থেকে টাকা নেয়ার পরেই তাকে হত্যা করেছে।


দুলালের দোকানের পাশের একটি জঙ্গল থেকে তার লাশটি উদ্ধার করে তার স্বজন ও স্থানীয় পুলিশ।বর্তমানে তার লাশটি স্থানীয় একটি মর্গে রাখা হয়েছে।


দুলাল এক যুগেরও বেশি সময় দক্ষিণ আফ্রিকায় ব্যবসা করে আসছিলেন।আগামী কয়েক দিনের মধ্যে তার মৃতদেহটি দেশে পাঠানো হবে বলে জানিয়েছেন তার ভাই।


নিহতের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং নিহতের পরিবারে থাকা সকল সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।


এ নিয়ে দক্ষিণ আফ্রিকায় জানুয়ারি থেকে এ পর্যন্ত ২৩ বাংলাদেশি নিহত হয়েছেন।এর মধ্যে চারজন বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।


এ ছাড়া প্রিটোরিয়ার নিকটবর্তী ব্রঙ্গস্প্রিট থেকে নোয়াখালী জেলার সুবর্ণচরের মো. মনির নামে এক বাংলাদেশি ব্যবসায়ীকে খুঁজে পাওয়া যাচ্ছে না।


মো: মনির ২৮ মার্চ  ২০১৯ ইং তারিখ  (বৃহ:বার) ব্যবসায়িক কাজে দোকান থেকে বের হলে তিনি আজও পর্যন্ত দোকানে ফেরত আসেননি।


নিখোঁজের পর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। সব জায়গায় খোঁজাখুঁজি করে তার কোনো সন্ধান এখন পর্যন্ত পাওয়া যায়নি।এ ব্যাপারে তার একজন স্বজন বাদী হয়ে প্রিটোরিয়া ও লোকাল থানায় মামলা করেছেন।


আল্লাহ আমাদের সকল কে হেফাজত দান করুন এবং নেক হায়াত ও হালাল রুজি দান করুন।আমিন!

Comments

Popular posts from this blog

প্রেম একবারই জীবনে এসেছিলো নিরবে

হাফেজি পড়া একজন অসহায় বোনের বাঁচার আকুতি

প্রবাসীরা দেশের সূ্র্য সন্তান | প্রবাস জীবন ও কষ্টের প্রতিচ্ছবি |