দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতেে প্রবাসী নিহত


SAPB | JOHANNESBURG | RSA


ক্ষিণ আফ্রিকায় ডাকাতের ছুরিকাঘাতে একজন সাউথ আফ্রিকা প্রবাসী বাংলাদেশী নিহত


ফ্রীস্টেট প্রভিন্স - দক্ষিণ আফ্রিকার ফ্রীস্টেট প্রভিন্সের ব্লুমপন্টিন থেকে ১২৩ কিলোমিটার দূরে লেসথু বর্ডারের নিকটতম শহর ভেপেনার নামক যায়গায় গত ১২ মার্চ ২০১৯ ইং তারিখ (মঙ্গলবার) রাত আনুমানিক ৮টার সময় ডাকাতের ছুরিকাঘাতে শেখ ফারুক নামের একজন প্রবাসী বাংলাদেশী নিজ দোকানে নিহত হয়।(ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।


সূত্রে জানা যায় দোকান বন্ধ করার সময় আগে থেকে উৎ পেতে থাকা ডাকাতরা অতর্কিত ভাবে তার দোকানে ডুকে পড়ে তাকে ছুরিকাঘাত করে নগদ অর্থ এবং মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়।পুলিশ কয়েকজন সন্দেহভাজনকে আটক করেছে বলে জানা গেছে এবং মামলা দায়ের করা হয়েছে।


নিহত শেখ ফারুক এর দেশের বাড়ি মাদারীপুর জেলার রাজৈর থানার মজুমদার কান্দির তবারক শেখের ছেলে। 


Comments