দক্ষিণ আফ্রিকায় নোয়াখালীর জাকির নিহত
SAPB | JOHANNESBURG | RSA
দক্ষিণ আফ্রিকায় নোয়াখালীর জাকির নিহত
দক্ষিণ আফ্রিকার কোয়াজুলু নাটাল প্রভিন্সের পিটারমেরিজবার্গে রিটিপ স্ট্রিটে মোঃ জাকির হোসেন নামে একজন বাংলাদেশি ব্যবসায়ী নিজ ব্যবসা প্রতিষ্ঠানে খুন হয়েছেন।
নিহত জাকির হোসেনের দেশের বাড়ি নোয়াখালীর কবির হাট উপজেলার সুন্দল পুর ইউনিয়নের কালামুন্সি বাজারের পাশে, আবদুল কাইয়ুমের মেঝো ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়,গত ১৫ মার্চ শুক্রবার রাতে ডাকাত দল দোকানে প্রবেশ করে তাকে হত্যা করে সব টাকা পয়সা মালা মাল লুট করে নিয়ে যায়।
স্থানীয়রা বলেন তার দোকান শহরের একপাশে ও অন্য দোকান থেকে দূরে হওয়ায় তার মৃত্যুর খবর প্রথমে কেউ পায়নি।
২দিন দোকান বন্ধ থাকায় স্থানীয়দের মনে সন্দেহ হলে পুলিশ নিয়ে তারা দোকানে প্রবেশ করলে মোঃ জাকির হোসেনের মৃত লাশ দেখতে পায়।
নিহত জাকির হোসেন দোকানে একা থাকতো।তার দোকানে একজন কর্মচারী ছিল আফ্রিকার দেশ মালাউইর নাগরিক।ঘটনার পর তাকে খুঁজে না-পেয়ে সবাই ধারণা করছে সে এই খুনের ঘটনা ঘটিয়েছে।কারণ এর আগেও অনেক প্রবাসী খুন হয়েছে এদের হাতে।
আবারও দক্ষিণ আফ্রিকা ঘাউটেং প্রভিন্সের লেনেসিয়াতে ১৮ মার্চ সোমবার নিজ দোকানে কৃষাঙ্গ ডাকাতের গুলিতে মারাত্মকভাবে আহত হয়েছেন বাংলাদেশি ব্যবসায়ী জুয়েল।
বর্তমানে তিনি স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।তার গ্রামের বাড়ী নোয়াখালীর বেগমগঞ্জের ঘোষপুর নামক গ্রামে।
Comments
Post a Comment