দক্ষিণ আফ্রিকায় ছুরিকাঘাতে শরিয়তপুরের জহিরুল খুন
নিহত জহিরুল ইসলাম |
SAPB | JOHANNESBURG | RSA
দক্ষিণ আফ্রিকায় ছুরিকাঘাতে শরিয়তপুরের জহিরুল খুন
দক্ষিণ আফ্রিকার কেপটাউনে স্থানীয় প্রতিবেশীর ছুরিকাঘাতে জহিরুল ইসলাম নামের এক প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ী খুন হয়েছেন।
আজ ২রা মার্চ ২০১৯ ইং তারিখ (শনিবার) সকাল আনুমানিক ৮ টার সময় সেখানকার ক্রাইফনটেইন নামক স্থানে এই খুনের ঘটণাটি ঘটে।
জহিরুলের দেশের বাড়ি শরিয়তপুর জেলার সদর উপজেলার মাহমুদপুর ইউনিয়নে।কেপটাউন থেকে ভিপি বাদল আমাদের জানান, জহিরুলের সাথে তার এক স্থানীয় প্রতিবেশীর সাথে সম্ভব্য কিছু নিয়ে বেশকিছু দিন ধরেই বিরোধ ছিল।এই নিয়ে এর আগেও এক অপরের সাথে বেশ কয়েকবার কথা কাটাকাটি হয়েছিলো।
ভিপি বাদল আরো জানান, তিনি ক্রাইফন্টেইন নামক যায়গার ওই বাসায় একা থাকতেন।দীর্ঘ প্রায় এক যুগ ধরে জহির দক্ষিণ আফ্রিকার কেপটাউনে ব্যবসা বানিজ্যের পাশাপাশি সেখানেই স্থানীয়দের মত বসবাস করে আসছেন।
আজ ২ মার্চ ২০১৯ ইং তারিখ রোজ শনিবার সকালে সে প্রতিবেশী আবারো মাতাল অবস্থায় জহিরের সাথে বিরোধে জড়িয়ে পড়ে।একপর্যায় সে জহিরুলকে উপর্যুপরি ছুরিকাঘাত করলে এতে সে মাটিতে লুটিয়ে পড়ে।তাৎক্ষনিক সেখানকার স্থানীয়রা এসে জহিরকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
সেখানকার আরো একজন বাংলাদেশী- অমিত খান আমাদের জানান-আজ ০২ মার্চ ২০১৯ ইং তারিখ রোজ (শনিবার) সকালে কেপটাউন এক প্রতিবেশীর ছুরিকাঘাতে নির্মমভাবে খুন হয়েছে সাউথ আফ্রিকার কেপটাউনে শহরে অবস্থিত প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ী জহিরুল ইসলাম।
তিনি যে বাড়িতে ভাড়া থাকতেন তার পার্শ্ববর্তী বাড়ির স্থানীয় এক প্রতিবেশীর সাথে জহিরুলের বেশকিছুদিন ধরেই বিবেদ চলছিলো।ওই প্রতিবেশী এবং তাহার ভাই সবসময় জহিরুলের সাথে খারাপ আচরণ করতেন।
নিহত জহিরুল ইসলাম সবসময় তাদের এমন ব্যবহারিক আচরণ এর কড়া প্রতিবাদ করতেন।জহিরুলকে কোনোভাবেই তারা মূল্যায়ন করতো না।একদিন এক পর্যায়ক্রমে জহিরুল ঐ প্রতিবেশীর উপর উত্তেজিত হয়ে তাকে একটি চড় মারেন।ধারণা করা হচ্ছে তারই সূত্রপাত কিংবা জের ধরে আজকের খুনের ঘটনাটি ঘটে।
জহিরুল যখন সকালে নিজ বাসা থেকে বাহিরে যাওয়ার উদ্যেশ্যে রওনা হয় ঠিক তখন ঐ প্রতিবেশি ধারালো চাপাতি দিয়ে তার উপর এলোপাথাড়ি হামলা চালায় এবং উপর্যুপরি ছুরিকাঘাত করলেই ঘটনাস্থলে জহিরুল ইসলাম শেষ নিশ্বাস ত্যাগ করেন।ইন্তেকাল করেন।
(ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)
জহিরুলের মৃত লাশ |
জহিরুল ইসলাম দক্ষিণ আফ্রিকা আওয়ামীলীগের সহ-সভাপতি পদে দায়িত্বরত ও সেখানকার বাংলাদেশ কমিউনিটি সহ আরো অন্যান্য বেশকিছু অঙ্গসংগঠনের সাথে জড়িত ছিলেন।প্রবাসীদের নানান সমস্যায় শত্রুর মোকাবেলায় ঝাঁপিয়ে পড়তেন তিনি।সেখানকার স্থানীয় প্রবাসী বাংলাদেশীদের ভাষ্যমতে তিনি একজন অত্যান্ত ভালো মানুষ ছিলেন।
জহিরুলের আচানক মৃত্যুতে দক্ষিণ আফ্রিকায় অবস্থিত প্রবাসী বাংলাদেশীরা ও দক্ষিণ আফ্রিকা কেন্দ্রীয় আওয়ামী পরিবার সহ আরো অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দগন গভীরভাবে শোক প্রকাশ করেছেন।
আমরা দক্ষিণ আফ্রিকাস্থ প্রবাসী বাংলাদেশীরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং নিহতের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।আল্লাহ এই বাংলাদেশী রেমিটেন্স যোদ্ধা মরহুম জহিরুল ইসলাম কে জান্নাতবাসী করুন।
Comments
Post a Comment