সাউথ আফ্রিকাস্থ প্রবাসী বাংলাদেশীদের উদ্দেশ্যে একটি প্রেসবিজ্ঞপ্তি- SAPB ➤ RSA.


SAPB | JOHANNESBURG | RSA


সাউথ আফ্রিকাস্থ প্রবাসী বাংলাদেশীদের  উদ্দেশ্যে একটি প্রেসবিজ্ঞপ্তি- SAPB ➤ RSA.

___________________________________________


ক্ষিণ আফ্রিকাস্থ প্রবাসী বাংলাদেশীদের নানান প্রকার সমস্যার কথা তুলে ধরতে গিয়ে আমাদের নানান সময় প্রবাসীদের খুন হত্যা ও প্রবাসীদের দোকানপাট ডাকাতির ভিডিও ফুটেজ সহ আরো অন্যান্য সমস্যার কথাগুলো প্রচার করতে হয়।

 

ই ধরনের ঘটনাগুলো ঘটার পর, রিপোর্ট গুলো আমাদের হাতে এসে পৌঁছায়,আর ঠিক তখনি আমরা একজন বাংলাদেশের নাগরিক হিসেবে মানবিক দৃষ্টিকোন থেকে এই ধরনের ফুটেজ গুলো বাধ্যতামূলক প্রচার করতে হয় জনসচেতনতার জন্য।


ই ধরনের ফুটেজ প্রচারে আমাদের মাঝে থাকা যদি কনো সহ্রদয়বান ব্যক্তির ব্যবসা কিংবা মানসিক সমস্যা হয়ে থাকে, থাহলে আন্তরিক ভাবে দুক্ষ-প্রকাশ করছি।তার পাশাপাশি সুন্দর সুপরামর্শ আশা করছি।  


একটি কথা না বললেই নয়, আমাদের সকলকেই সম্মিলিত ও সাঙ্গ বদ্ধ হয়ে প্রচারে প্রসারিত করে আমাদের সকল প্রকার সমস্যা সমাধানে এগিয়ে যেতে হবে।মনে রাখতে হবে,আপনার সমস্যার অভিযোগ না থাকলে সে সমস্যার সমাধান কেউই দিতে পারবেনা।আমরা আমাদের স্বাধীনতা চাই এবং শান্তিতে প্রবাসে থাকতে চাই।


প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা - বিশেষ করে দক্ষিণ আফ্রিকার প্রবাসে সচেতনতা অবলম্বন করুন এবং সবসময় নিরাপদে থাকার চেষ্টা করুন।আপনার একটি ছোট ভুল যেনো সারা জীবনের কান্না হয়ে না দাঁড়ায় সে দিকে লক্ষ্য রাখুন।একটু সচেতনতায় থাকতে সমস্যা কোথায়??

 

মনে রাখবেন,আপনার পথ চেয়ে বসে আছে দেশে থাকা আপনার পরিবারের সদস্য- বাবা, মা, ভাই,  বোন, স্ত্রী, সন্তানরা।ছোটখাটো বিষয় নিয়ে ভুলেও মাথা গরম করে বিপদ ডেকে আনবেন না।


আরো একটি কথা,শুধুমাত্র দক্ষিণ আফ্রিকা নামের একটি প্রবাস জীবন, যেখানে আপনি দোকানের মালিক হয়ে স্থানীয় কৃষ্ণাঙ্গদের চাকরি দিয়ে তাদের যেমন তেমন ব্যবহার করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে দেশে ফ্লেটবাড়ি ও বিনিয়োগ সহ নানান কাজে উপক্রিত হচ্ছেন এবং পরিবারের থাকা সকলের সপ্ন পূরণ করতে পারছেন।


আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি, আপনি যদি দক্ষিণ আফ্রিকার যে কনো লোকেশন কিংবা শহরে থাকা কমিউনিটি ও কাউন্সিলর এবং পুলিশ প্রশাসন সহ সেখানকার স্থানীয় জনগণের সাথে সুন্দর ব্যবহারের পাশাপাশি সুসম্পর্ক গড়ে তুলতে পারেন।তাহলে আপনি অধিক নিরাপদের পাশাপাশি রাজার রাজ্যের মত বসবাস করতে পারবেন।


আপনার যে কনো বিপদ কিংবা সমস্যায় আপনাকে রক্ষা করার জন্য তারাই যৌথভাবে সম্মলিত হয়ে ঝাঁপিয়ে পড়তে সার্বক্ষনিক প্রস্তুত থাকবে।আমাদের মাঝে থাকা হাজারো প্রবাসী বাংলাদেশীরাই বেশকিছু যায়গার পরিচালনা সহ সুন্দর ব্যব্যবহার ও ভালো আচরণের পাশাপাশি সুসম্পর্ক গড়ে তুলার কাজগুলো আমরা অনেকেই দেখেছি এবং আমরা নিজেরাই তার একটি বাস্তব প্রমাণ।


সুতারাং, সেই দিকে লক্ষ্য রেখে সকল প্রকার খারাপ বিহেভিয়ার পরিত্যাগ করুন এবং কাষ্টমারদের সাথে যথাযথ ভালো ব্যবহার ও সুন্দর আচরণের পাশাপাশি সুসম্পর্ক গড়ে তুলুন।সকলের প্রতি শুভ কামনা রইলো।আল্লাহ আমাদের সকলকে হেফাজত দান করুন।হালাল রিজিক দান করুন।আমিন।


⇨⇨⇨⇨⇨⇨⇨ English ⇨⇨⇨⇨⇨⇨⇨⇨

☞☞☞☞☞☞    ✔    ☜☜☜☜☜☜☜

A video footage of expatriate Bangladeshi merchants' store robbery or other Essue were ever in South Africa.We have to be carefull of awareness for our people in south africa.  
__________________________________________

Insomnia: After such incidents happen, the reports arrive in our hands, and at the same time, I am a Bangladeshi citizen as a human citizen, such footage is compulsory to public awareness.


If we are in the publicity of this type of footage,which is on behulf of a real crime. if there is a business or mental problem of a fellow citizen, then we are sincerely apologized.


All of us must jointly and jointly expand our campaign to solve the problem.We must keep in mind that if you are not complaining about your problem, no one can solve the problem. We want our freedom and want to stay in peace.


Dear expatriate brothers and sisters - Use awareness especially in South Africa's exile and always try to stay safe. Keep an eye out for a small mistake of your whole life.


Remember, your family members - parents, mothers, brothers, sisters, wives and children - are sitting in the way of your side. Forget about the few things, do not heat the head.


One more thing, just a South Africa, where you own a shop with local people given them jobs, be fair and be honest to them.treated them in a right way.which is good for both side.


I can challenge and say, if you can build good relations with the local people of South Africa's at any location's community and councilors and the police administration, then you can be more secure and live like a king's state. Whatever danger or problem you may face To protect you, they are jointly integrated and the overall process to used all the way to protect you.it's all about good Reletionship.I have a real proof of it.


Keeping that in mind, leave all kinds of bad behavior, and develop good relations with the customers as well as good use and good conduct. Good luck to all. Allah protect us all. #Amin

Comments