একজন সাউথ আফ্রিকা প্রবাসীর একটি জরুরি হারানো বিজ্ঞপ্তি
SAPB | JOHANNESBURG | RSA
একজন সাউথ আফ্রিকা প্রবাসীর একটি জরুরি হারানো বিজ্ঞপ্তি
দক্ষিণ আফ্রিকায় অবস্থিত প্রবাসী বাংলাদেশী ও অন্যান্য প্রবাসী বাংলাদেশীরা এবং দেশ বিদেশের সর্বস্তরের বাংলাদেশী ভাইদের দৃষ্টি আকর্ষন করে বলছি।নিম্ন বার্তাটি গুরুত্ব সহকারে পড়ুন এবং তা শেয়ার করুন।
একজন সাউথ আফ্রিকা প্রবাসীর একটি জরুরি পাসপোর্ট হারানোর বিজ্ঞপ্তি।সকলেই শেয়ার করে পাসপোর্ট টি খুঁজে পেতে সর্বত্র সহযোগিতায় এগিয়ে আসুন।
এই পাসপোর্ট টি তিনার জন্য একটি অতি গুরুত্বপূর্ণ পাসপোর্ট।যার মাঝে রয়েছে তিনার প্রবাস জীবনের পুরো হিসেব নিকেশ।অনুগ্রহপূর্বক শেয়ার এর মাধ্যমে তিনার পাসপোর্ট টি খুঁজে পেতে সাহায্য করুন।
সাউথ আফ্রিকার খাউটেং প্রভিন্সের জোহানেসবার্গ নামক শহরে দীর্ঘদিন বাসকারী সকল প্রবাসীদের অতি পরিচিত মুখ,ফেনী দাগনভূঞার কৃতি সন্তান-মহি উদ্দিন দিদার নামক একজন সাউথ আফ্রিকা প্রবাসী বাংলাদেশী দীর্ঘ ১৫-১৬ বছর সাউথ আফ্রিকায় বসবাস করা অবস্থায় ছুটিতে দেশে যাওয়ার পর বাংলাদেশে হটাৎ তার করুন সমস্যার সম্মুখীন হতে হয়।যা নিয়ন্ত্রণ করার পথ অতি কঠোর হয়ে দাঁড়ায়।
ঢাকা বাংলাদেশে একজন সাউথ আফ্রিকা প্রবাসী রেমিটেন্স যোদ্ধার পাসপোর্ট হারানো গিয়েছে।অনুগ্রহে সকলেই এগিয়ে আসুন।প্লিজ সহযোগিতা করুন এই অসহায় মানুষটিকে।
পাসপোর্ট প্রবাসীদের অমুল্য সম্পদ যা ছাড়া ঐ ব্যক্তি ১০০% অচল।so please please please help him to get his passport back.otherwise- তিনি সাউথ আফ্রিকায় আসতে অনেক সমস্যায় পড়বেন।কারণ সেই পাসপোর্ট এ রয়েছে তিনার সকল ভিসা/পারমিট সহ দক্ষিণ আফ্রিকায় দীর্ঘ বছর যাবত অবস্থানরত যাবতীয় সকল প্রকার তথ্য ও রেকর্ডস সমূহ।এটি এককথায় অতি গুরুত্বপূন্য।
যে ব্যক্তিটি পাসপোর্ট হারাইছে তার ফেচবুক স্টেটাস থেকে সংগ্রহীত নিম্নের বার্তাটি।
আস্ছালামু-আলাইকুম- আমি Mohammed Mohi Uddin Didar (মোহাম্মদ মহি উদ্দিন দিদার )গত ২৪ ফ্রেবুয়ারি ২০১৯ ইং তারিখ ৯ : ৪৭ মিনিট এর পরে ফকিরাপুল থেকে সি এন জি যোগে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওয়ানা হই।
নাইটকোচ এ যাওয়ার পথে দরুন সি,এন,জি তে গুমিয়ে পড়েছিলাম।ঢাকা বিমানবন্দরে সকাল ১০: ১৭ মিনিটে সি এন জি থেকে নামি - পথিমধ্যে আমার পাসপোর্ট টি হারিয়ে ফেলি।এবং কোথায় কোন অবস্থায় পাসপোর্ট টি হারায় তা আমার সঠিক কোন স্বরণ পড়ছে না।
কোন সহ্রদয়বান ব্যাক্তি যদি পাসপোর্ট টি পেয়ে থাকেন?তাহলে নিম্ন ঠিকানায় যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা যাচ্ছে।
_____ মো: মহি উদ্দিন দিদার।
এই পাসপোর্ট এর কারণে তিনার ফ্লাইট আপাতত হ্যাং করা হয়েছে।পাসপোর্ট না পাওয়া পর্যন্ত কোনোভাবেই তিনি সাউথ আফ্রিকার উদ্দেশ্যে রওনা দিতে পারবেন না।কারন তিনার ওই পাসপোর্টে রয়েছে সাউথ আফ্রিকার পারমিট যার ফলে তিনি ওই পাসপোর্ট বিহীন কোনোভাবেই সাউথ আফ্রিকায় আসতে পারছেন না।সুতারাং- সকলের সর্বচ্চ সহযোগিতা কামনা করছি।তিনার এই বিপদে সকলকে এই রিপোর্ট টি শেয়ারের মাধ্যমে পাশে থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে।
সন্ধানদাতাকে উপযুক্ত সম্মানী প্রদান করা হবে।যোগাযোগ এর ঠিকানা:- 01842588989 | ০১৮৪২৫৮৮৯৮৯ |
Comments
Post a Comment