দক্ষিণ আফ্রিকায় গুলি করে প্রবাসী বাংলাদেশীকে হত্যা



SAPB | JOHANNESBURG | RSA


জোহানেসবার্গঃ


দক্ষিণ আফ্রিকায় গুলি করে প্রবাসী বাংলাদেশীকে হত্যা।


দক্ষিন আফ্রিকা খাউটেং প্রভিন্স সোয়েটো এলরোর্ডারডো পার্ক নামক লোকেশনের একটি দোকানের ভিতরে গুলি করে এক প্রবাসী বাংলাদেশী যুবককে হত্যা করা হয়েছে।


দক্ষিণ আফ্রিকার খাউটেং প্রভিন্স জোহানেসবার্গের সোয়েটো নামক লোকেশন এলডেরাডো পার্কে নাজমুল হুদা বিপ্লব নামের (২৫) এক বাংলাদেশী ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীরা। 


আজ ২ ফ্রেবুয়ারী ২০১৯ ইং তারিখ রোজ (শনিবার) রাত আনুমানিক ৮ টার দিকে এই ঘটণা ঘটে।দক্ষিণ আফ্রিকা কেন্দ্রীয় যুবলীগ এর সাধারণ সম্পাদক মোঃ মিলন জানান, এলরোডারডো পার্কের ওই দোকানে তিনি একা ছিলেন।


সন্ত্রাসীরা দোকানের ভিতরে ঢুকে তাকে গুলি করলে তিনি কৃষ্ণাঙ্গ মালিকের ঘরের দিকে ছুটে যান।তবুও রক্ষা হয়নি বিপ্লবের।তাকে ধাওয়া করে দোকানের পিছনের রুমে তিন রাউন্ড গুলি করা হয়।এবং ঘটণাস্থলে তার মৃত্যু হয়।

ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন।


এসময় দোকানের সামনের রাস্তায় দুই-দিকে দুইটি স্থানিয় পুলিশের গাড়িও দাঁড়িয়ে থাকতে দেখা গেছে বলে জানা গেছে এবং কি তাৎক্ষনিক সন্ত্রাসীরা তাকে গুলি করে পুলিশের সামনে দিয়ে চলে যায় বলেও খবর পাওয়া গেছে।পুলিশের সামনে থেকেই সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে একজন প্রবাসী বাংলাদেশীকে।এই নিয়ে আতংকিত দক্ষিণ আফ্রিকাস্থ প্রবাসী বাংলাদেশীরা।এই কেমন বিচার আর এই কেমন দক্ষিণ আফ্রিকার পুলিশ প্রশাসন?আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।


নিহত নাজমুল হুদা বিপ্লবের দেশের বাড়ি ফেনীর দাগনভূইয়া উপজেলার ৩নং চন্দ্রপুর।


মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।


দক্ষিণ আফ্রিকার প্রবাসীদের আর্তনাদ। অবিভাবক হীন দক্ষিণ আফ্রিকাস্থ প্রবাসী বাংলাদেশীরা বিদেশের মাটিতে হত্যাকান্ডের প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলেছে।হত্যা, খুন, কিডন্যাপ, চুরি,  ডাকাতি,  লুট, পুলিশের নিষ্ঠুরতা, বর্বরতা  যেন নিত্য নৈমিত্তিক ব্যাপার।আর দক্ষিণ আফ্রিকাস্থ প্রবাসী বাংলাদেশীদের সর্বস্তরের কমিউনিটির লোকজনেরা সকল প্রকার দায়ভার এরিয়ে নাকে তৈল দিয়ে ঘুমাচ্ছেন।প্রবাসীদের খুন আর হত্যা নিয়ে সকলেরই উচিৎ এই দেশের সরকারের সাথে বৈঠক করে এর একটি সুষ্ঠ ও সুন্দর সিদ্ধান্ত গ্রহন করা।যে সিদ্ধান্তের উপর ভিত্তি করেই প্রবাসী বাংলাদেশীরা নিরাপদভাবে চলাফিরা ও ব্যবসাবাণিজ্য করবে।নাহয় এইভাবে একটি একটি করে হাজার হাজার মায়ের বুক খালি করা হবে।


অবিলম্বে- দক্ষিণ আফ্রিকাস্থ প্রবাসী বাংলাদেশীদের সকল কমিউনিটি ইউনিটির নেতৃবৃন্দের প্রতি একতাবদ্ধ হয়ে দক্ষিণ আফ্রিকায় অবস্থিত সর্বস্তরের প্রবাসী বাংলাদেশী ভাইদের জীবন বাঁচাতে এগিয়ে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করা যাচ্ছে।সকলেই মিলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিকট দক্ষিণ আফ্রিকাস্থ প্রবাসী বাংলাদেশীদের খুন ও হত্যার বিচার সহ সকল প্রকার সমস্যাগুলো তুলে ধরার জন্য জোরালো দাবী জানাচ্ছি।দলমত নির্বিশেষ সকলেই সকলের সাহায্যকারী হিসেবে কাজ করার জন্য বিনীত অনুরোধ করছি।আমরা বাংলাদেশী আর সেই কথা মাথায় রেখে দক্ষিণ আফ্রিকাস্থ সকল প্রবাসী বাংলাদেশীদের খুন আর হত্যায় রুখে দাঁড়ানো এখন সকলেরই একান্ত প্রয়োজন।


সকল অনাকাঙ্ক্ষিত হত্যা কান্ডের অবসান হউক সেই দোয়া করি।

Comments