দক্ষিণ আফ্রিকায় ট্যাক্সিতে উঠার আগে ভালোভাবে দেখে নিন


SAPB  |  JOHANNESBURG  |  RSA


দক্ষিণ আফ্রিকায় অপরিচিত ট্যাক্সিগুলোতে উঠোর আগে ভালো করে দেখে নিন।


কনক মাজেদ: মিনিবাস থেকে নেমে গন্তব্যে পৌঁছানোর জন্য দাড়িয়ে থাকা একটি লোকাল ট্যাক্সিতে উঠে পড়লাম। আর ট্যাক্সিতে উঠে দেখি, পিছনের সিটে আমার পাসে আগে থেকে বসা ৪০ উর্ধ এক কৃষ্ণাঙ্গ মহিলা আর সামনে ড্রাইভিং সিটে ড্রাইভার আর পাশে আরেক জন, দুইজন'ই কৃষ্ণাঙ্গ।


আমি ট্যাক্সিতে উঠা মাত্র ট্যাক্সি ড্রাইভার আমার গন্তব্যের উদ্যেশে যাত্রা শুরু করলো। কিন্তু একটু পরে আমি আবিষ্কার করলাম তারা আমাকে অন্য রাস্তায় নিয়ে যাচ্ছে আর আমার পাশে বসা সেই ৪০ উর্ধ মহিলা (সুগার মামা) আমার সাথে অশ্লীল কথা বলছে, যা আমি ভাষায় প্রকাশ করতে পারবোনা, আর আমার শরীরের সংবেদনশীল যায়গায় স্পর্শ করার চেষ্টা করছে। আমি   আমার তাৎক্ষণিক প্রতিক্রিয়া ইংরেজীতে বললাম আমি এসব পছন্দ করিনা আর ড্রাইভার তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছো। প্রতি উত্তরে সে আমাকে বললো, দিস উইমেন লাইক ইউ এন্ড উই আর টেকিং ইউ টু হার প্লেইস, ইউ হেভ টু মেক হার হেপি। ইতিমধ্যেই আমি বুঝতে পারলাম আমি একটি চক্রের হাতে পড়েছি। 


আমাদের কথোপকথন শেষ না হতেই দেখি তারা আমাকে আমার কাঙ্ক্ষিত গন্তব্যের পেশেই একটি আবাসিক হোটেলে নিয়ে এলো দিকবিদিক গুরিয়ে।আর আমাকে বলল গো উইথ দিস উইমেন ইনসাইড দ্যা হোটেল।উত্তরে আমি বললাম কেন আমি এই মহিলাকে সাথে নিয়ে হোটেলের ভিতরে যাবো,তোমরা কি আমাকে ফোর্স করছো,আমি কিন্তু এখুনি চিৎকার করবো সাহায্যের জন্য। তারা আমাকে কয়েকবার রিকোয়েস্ট করার পর যখন দেখলো আমি খুবই রাগান্বিত হয়ে আছি পরে তারা ইটস ওকে বলে তারা আমার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে দিলো।আমি আমার গন্তব্যে পৌঁছার পর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম এবং সবার সাথে ঘটনা শেয়ার করলম।


আসলে এঘটনা আপনাদের সাথে শেয়ার করার উদেশ্য হচ্ছে আপনাদের সতর্ক করা।দক্ষিণ আফ্রিকায় অপরিচিত ট্যাক্সিতে উঠার আগে ভালোভাবে দেখে নিন ভিতরে কারা বসা আছে। আর যদি সন্দেহ হয় সেই ট্যাক্সিতে উঠা থেকে ভিরত থাকুন।

সব সময় ট্যাক্সি rank কে গিয়ে ট্যাক্সিতে উঠার চেষ্টা করুন। সবাই সুস্থ সুন্দর নিরাপদে থাকুন এই বলে লেখা শেষ করলাম, ধন্যবাদ।


Comments