দক্ষিণ আফ্রিকা নর্থ ওয়েষ্ট প্রভিন্স মাফেকিং এ আরো এক বাংলাদেশী খুন!
সাউথ আফ্রিকা প্রবাসী বাংলাদেশী
দক্ষিণ আফ্রিকা নর্থ ওয়েষ্ট প্রভিন্স
মাফেকিং এ আরো এক বাংলাদেশী খুন!
নর্থওয়েস্ট প্রভিংসের মাফেকিং নামক জায়গায় মো: মিলন (২৪) নামের এক বাংলাদেশী খুন হয়েছেন।
গত সপ্তাহের ২৮ ডিসেম্বর (শুক্রবার) ২০১৮ ইং তারিখ রাত আনুমানিক ৯ টার দিকে এই খুনের ঘটণা ঘটে।
এসময় তার সাথে থাকা আরো একজন প্রবাসী বাংলাদেশী আহত হয়েছে।সে স্থানীয় হাসপাতালে এখনো চিকিৎসাধীন রয়েছেন।আমরা তার সুস্থতা কামনা করি।
মিলনের দেশের বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার ৫ নং ওয়ার্ডে।তার পিতার নাম সিদ্দিকুর রহমান।
মিলনের আত্মীয় কমিশনার জাফর জানান, রাত ৯ টার দিকে দোকান বন্ধ করে মিলন তার সহকর্মীকে নিয়ে বাসার দিকে যাওয়ার পথে কিছু সন্ত্রাসী তাদের পথ গতিরোধ করে।
এসময় সন্ত্রাসীরা তাদের কাছ থেকে নগদ টাকা এবং মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে দুইজনকে উপর্যুপরি ছুরিকাঘাত করে।এতে মিলন ঘটণাস্থালে ইন্তেকাল করেন।
ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন!
আশংকাজনক অবস্থায় প্রবাসী বাংলাদেশী তার সহকর্মীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।তবে তার নাম, ঠিকানা জানা যায়নি।
চার বছর আগে জীবিকার টানে দক্ষিণ আফ্রিকায় এসেছিলেন এই প্রবাসী বাংলাদেশী নোয়াখালি জেলার সোনাইমুড়ি উপজেলা ৫ নং ওয়ার্ডের কৃতি সন্তান মো: মিলন।
এদিকে প্রবাসী মিলনের লাশ দেশে পেরনের পূর্বে থেকে এখন ও পর্যন্ত তার পরিবারের আহাজারির শেষ নেই।নিহত মিলনের দেশের বাড়িতে তার অত্র এলাকার মানুষের ঢল।তার একটি রিপোর্ট আমাদের হাতে এসে পৌছায় যা আমরা নিজেরাই দেখে সত্যি মর্মাহত।
এইভাবে দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রতিনিয়ত বাংলার নতুন প্রজন্ম তরুনদের প্রাণ হারাতে হচ্ছে আমার সোনার বাংলার সোনার ছেলেদের।এক একটি সতেজ উঠতি যুবক দের কনো কারণ ছাড়াই হত্যা করা হচ্ছে যা দেখলে অঝোরেই চোখের পানি ঝরবে।অধিক সময় দেখা যায় দেশ থেকে মাত্র বিয়ে করে এসেছে দক্ষিণ আফ্রিকায়, আর তার কিছু দিন কিংবা কিছু মাস পরেই তাকে প্রাণ হারাতে হচ্ছে।
হাজারো মায়ের বুক খালি হতে দেখে সত্যিই নিজেদের নিয়ন্ত্রনে রাখা বড় কষ্টের।আল্লাহ্ নিশ্চয় এর একটি সমাধান দিবেন এবং নির্বিচারে প্রবাসী বাংলাদেশীদের হত্যার বিচার করবেন ইনশাআল্লাহ।
মো: মিলনের অকাল মৃত্যুতে দক্ষিণ আফ্রিকাস্থ প্রবাসী বাংলাদেশীরা গভীর শোকাহত ও মর্মাহত।আমরা নিহত মিলনের আত্মার মাগফেরাত কামনা করছি।তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।
Comments
Post a Comment