দরিদ্র ও ছিন্নমূল মানুষের জন্য শীতকাল বড় কষ্টের


SAPB | SOUTH AFRICA |


দরিদ্র ও ছিন্নমূল মানুষের জন্য শীতকাল বড় কষ্টের।শীতকাল এলেই দরিদ্র অসহায় মানুষ শীতে জবুথবু হয়ে যায়।খাবারের চেয়েও তাদের শীত নিবারণ অতীব প্রয়োজন হয়ে পড়ে।

শৈত্যপ্রবাহের রুক্ষতা থেকে রক্ষা পাওয়ার ন্যূনতম ব্যবস্থাপনাও তাদের থাকে না।ফলে অসহায় ও হতদরিদ্রদের কষ্ট কেবল বেড়েই যায়।বৃদ্ধ,শিশু ও ফুটপাতের গরিব মানুষ গরম কাপড়ের অভাবে মারাও যায়। 

হাড় কাঁপানো শীতের কবল থেকে তাদের রক্ষা করা এবং সামর্থ্যের ভিত্তিতে সাহায্য-সহযোগিতার হাত প্রসারিত করা প্রত্যেক মুমিনের ঈমানি দায়িত্ব।এটা অন্যতম একটি ইবাদত ও বটে।

তাই আসুন সকল প্রবাসীরা মিলে মানবতার পাশে দাড়াই, অসহায় বাঙ্গালিদের সাহায্যের হাত বাড়িয়ে দেই,যে যতটুকু পারি যেখান থেকেই হোক মানবতার কাজে নিজেকে নিয়োজিত রাখি।দান করলে কখনো কমে না, বরং আল্লাহ্‌র হুকুমে দানকারী ব্যক্তির শ্রমজীবী আরো বরকতময় করা হয়।


Comments