স্বর্গের সাউথ আফ্রিকায় অতীতের কিছু করুণ কাহিনী
SAPB | SOUTH AFRICA | দক্ষিণ আফ্রিকায় প্রবাসী বাংলাদেশীদের জীবন বড়ই অনিরাপদ।দেশটির কৃষ্ণাঙ্গদের নৈরাজ্যের পাশাপাশি বাংলাদেশীরাও একে-অপরের শত্রুতে পরিণত হচ্ছেন।দিন দিন পরিস্থিতি খুব খারাপে পরিণত হচ্ছে। নিজেদের মধ্যে ব্যবসায়িক বিরোধ ধোঁকায় পড়ে স্থানীয় কৃষ্ণাঙ্গদের প্রেমিকা বা স্ত্রীর সঙ্গে সম্পর্ক তৈরি কিংবা আর্থিক লেনদেন কিংবা অবিশ্বাস প্রভৃতি কারণে শত্রুতা থেকে ঘটছে প্রতিনিয়ত খুনের ঘটনা। কখনও কখনও স্থানীয় ছিনতাইকারী ও ডাকাতের কবলে পড়েও অনেককে জীবন দিতে হচ্ছে দক্ষিন আফ্রিকায়। এভাবে প্রতি বছর দেশটিতে অধিক বাংলাদেশী খুনের শিকার হচ্ছেন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২০ অক্টোবর দক্ষিণ আফ্রিকা থেকে ৩২৮ টি বাংলাদেশীর লাশ হয়ে দেশে ফিরেছেন।তার ভিতরে সামান্য কিছু প্রবাসী অসুস্থতাজনিত মৃত্যু আর বাকি সব প্রবাসীদের হত্যা করা হয়েছে। আশ্চর্যের বিষয় হলো,এসব ঘটনায় অভিযুক্ত কারও বিরুদ্ধে মামলাও হচ্ছে না।এর কারণ হল, খুনের ঘটনায় কোনো সাক্ষ্য-প্রমাণ থাকে না।আবার কোনো কোনো ঘটনায় কৃষ্ণাঙ্গদের সম্পৃক্ততা পাওয়া গেলে স্থানীয় তদবির ও পুলিশের অসহযোগিতায় তাদের বিরুদ্ধেও মামলা করা যায় না।দেশটির আইনশৃংখলা পরিস্থিতি এত...