অগ্নিদগ্ধ অসহায় মরিয়মের চিকিৎসা কি হবেনা??


SAPB | JOHANNESBURG | RSA


জোহানেসবার্গঃ


অগ্নিদগ্ধ অসহায় মরিয়মের চিকিৎসা কি হবেনা??


গত চারদিন অাগে ফেনী ফুলগাজী উপজেলার অামজাদ হাট ইউনিয়নের খাজুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর অাংশিক বাক প্রতিবন্ধী ছাত্রী বিবি মরিয়ম (১২) স্কুল চলাকালীন সময়ে অাবর্জনার স্তুপে প্লাস্টিকের অাগুনে পুড়ে যায়।আর এতে করে বিপদজনক অবস্থায় এখনো মৃত্যুশয্যায়।



সেদিনই তাকে ফেনী জেলা সদর হাসপাতালে ভর্তি করান তার পরিবার।হাসপাতালের কর্তব্যরত ডাক্তাররা উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলের বার্ণ ইউনিটে ভর্তির পরামর্শ দেন।



কিন্তু অসচ্ছল অসহায় পরিবারের সন্তান মরিয়মকে ঢাকায় নেয়ার অার্থিক সামর্থ্য নেই তার পরিবারের।মরিয়মের মা রুমা অাক্তার তার মেয়ের চিকিৎসার জন্য সমাজের বিত্তবানদের নিকট অাবেদন জানিয়েছেন।নিজের অসহায়ত্বের কথা বাংলার মানুষদের জানিয়েছেন এবং তার কন্যা মরিয়মের জীবন বাঁচাতে সকলের নিকট সাহায্য ও সহযোগিতা চেয়েছেন।


মরিয়ম বর্তমানে ফেনী জেলা সদর হাসপাতালের নতুন ভবনের চতুর্থ তলায় ৪২০ নাম্বার কক্ষে চিকিৎসাধীন রয়েছে।

Comments