দক্ষিণ আফ্রিকায় এবার শুরু হয়েছে পুলিশ অভিযান


SAPB  |  JOHANNESBURG  |  RSA


দক্ষিণ আফ্রিকায় এবার শুরু হয়েছে পুলিশ অভিযান


জোহানসবার্গ :-

দক্ষিণ আফ্রিকায় গত চারদিনে ছয়জন খুন,তারউপর চলছে ধর পাকরের অভিযান।সাউথের রিজিক দিন দিনে কমে আসতেছে প্রবাসী বাংলাদেশীদের উপর, কথায় আছে যায় দিন ভাল যায়।আসে দিনগুলো বাঙালিদের কপালে কি আছে একমাত্র আল্লাহ জানেন ভালো।এক একবার এক একটি নিত্য নতুন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সাউথ আফ্রিকা প্রবাসী বাংলাদেশীদের।জাতীয় নির্বাচন কে গিরে শুধু এই অভিযানেই শেষ ঠিক তাই নয়, সামনে আরো কত কি নিত্য নতুন অভিযান শুরু হয় আল্লাহ জানেন ভালো।



আবার আসতেছে জাতিয় নির্বাচন।কি জানি ভাই কি হয়? সাউথ থেকে সরকার আমাদের কে পাঠাতে হবে না,আমরা নিজেরাই নিজ দায়িত্ব্যে এই দেশ থেকে বিদায় নিতে হবে।?।


বাংলায় একটি প্রবাদ আছে না, বউ জামাইকে বলে আপনি আমাকে এ ভাবে পিটান কেন? পছন্দ না হলে তালাক দিয়ে বিদায় করে দিন? জামাই উওরে বলে, পিটানোর সাইজে বুঝিস না তোকে রাখুম না, না রাখুম? আমার মনে হয় আমাদের ঐ জামাই বউয়ের কাহিনির অবস্থার পরিণতি হইছে। 



দক্ষিণ আফ্রিকায় অবস্থিত সকল প্রবাসী ব্যবসায়ীদের উদ্দেশ্যে এবার আসল কথায় আসি, আগে যারা ২ নাম্বার সিগেরেটের অবৈধ ব্যবসা করেছেন? আপনারা সোজা হয়ে জান, নচেত আপিংন্টোনের মত অবস্তা দূর অবস্থা হবে।


গত ২৮ জানুয়ারি ২০১৯ ইং তারিখ আপিংন্টোনে একটি বাঙালির দোকানে তল্লাশি চালিয়ে পুলিশ জব্দ করে বিশাল অংকের অবৈধ সিগেরেট।বাকিটা ইতিহাস- ব্যাখ্যা ও বিশ্লেষণ করে মনে হয়না কাউকে বুঝাতে হবে?


সুতরাং বর্তমানে বা আগামীতে সাউথ আফ্রিকায় ২ নাম্বারি ব্যাবসার চিন্তা ছেড়ে দিয়ে সৎ পথে বৈধ ভাবে হালাল রোজগার করা শুরু করেন,পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন আকাম কুকাম (কালি) দের সাথে বদমাসি এবার ক্ষেমা দেন, অতিতে যা করেছেন তোবা করে সঠিক পথে চলে আসুন, নচেত কখন যে মালাকুল মওয়ুত সামনে চলে আসবে তার কোন নিদিষ্ট সময় থাকবেনা।আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন।সকল ধরনের দুনিয়াবি বিপদ আপদ মসিবত থেকে রক্ষা করুন, আমিন।


Comments

Popular posts from this blog

দক্ষিণ আফ্রিকার কেপটাউনে ফের চালু হচ্ছে রিফিউজি সেন্টার