সাউথ আফ্রিকায় প্রবাসীদের মুখের হাঁসি আর ফুটেনা


SAPB | SOUTH AFRICA |


সুখে নেই সাউথ আফ্রিকা প্রবাসী বাংলাদেশীরা |

সাউথ আফ্রিকা থেকে অন্য কোন দেশে যাওয়া যাবে?বিশেষ করে ইউরোপ,আমেরিকা,কানাডা ও অস্ট্রেলিয়া?দৈনিক এই রকম প্রশ্নের অসংখ্য মেসেজ আসে আমাদের পেইজের ইনবক্সে।

দক্ষিণ আফ্রিকাস্থ প্রিয় প্রবাসী বাংলাদেশী ভাইয়েরা, আমাদের কাছে এসব প্রশ্নের কোন উওর নেই।কারণ আমরাও আপনাদের মত একজন সাধারণ প্রবসী বাংলাদেশী।আমরাও চাচ্ছি এবং খুজছি এই ধরনের ভালো সুযোগ সুবিধা।সময়ের অপেক্ষায় আপনাদের মত দিন গুনছি।সুযোগ বুঝেই উড়াল দেবো আকাশে।



সম্প্রতি সাউথ আফ্রিকা প্রবাসী বাংলাদেশীরা সুখে নেই।পুঁজি বিনিয়োগ আর পরিশ্রম অনুযায়ী আগের ন্যায় এখন আর তেমন ইনকাম ও হচ্ছেনা।তাই প্রবাসীদের উল্লেখযোগ্য একটি অংশ সাউথ আফ্রিকা ছেড়ে অন্য দেশে চলে যেতে চাচ্ছে বা অনেকে চলে গেছে সেই ২০১৫ সাল থেকেই।

সাউথ আফ্রিকায় নিত্য দিনের খুন খারাপি,পার্টনারের সাথে ব্যবসায়িক দন্ধ সহ সর্বোপরি চলতি বছরে ব্যবসায়িক মন্দার কারণে প্রবাসীদের একটি উল্লেখযোগ্য অংশ আর সাউথ আফ্রিকায় বর্তমানে থাকতে চাচ্ছেনা।

আমাদের জানামতে অনেকে দালালের মাধ্যমে সাউথ আফ্রিকান পাসপোর্ট বানিয়ে এয়ারপোর্ট কন্টাক্ট করে সেনজেন ভুক্ত ইউরোপীয় দেশ সহ ল্যাটিন আমেরিকা'র দেশ গুলোতে পাড়ি জমিয়েছেন।

আবার অনেকে এখনো নানা প্রক্রিয়া অবলম্বন করে চলে যাওয়ার জন্য চেষ্টা অব্যাহত রেখেছেন কেউবা পথেই আছেন আবার কেউ প্রক্রিয়ায় ব্যাস্ত দিন পার করতেছেন।এই প্রক্রিয়ায় কেউ সফল হচ্ছে আবার কেউ বিফল হচ্ছে।তারপরও অদম্য সাহসী বাংলাদেশীদের চেষ্টার অন্ত নেই।

Comments

Popular posts from this blog

দক্ষিণ আফ্রিকার কেপটাউনে ফের চালু হচ্ছে রিফিউজি সেন্টার