আফ্রিকার দেশ ঘানায় গান্ধীর মূর্তি ভাংচুর


ঘানায় গান্ধীর মূর্তি ভাংচুর 

--------------------------------------

উওর আফ্রিকার দেশ ঘানার রাজধানী আক্রার ইউনিভার্সিটি অব ঘানার চত্বরে ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতা মোহনদাস গান্ধীর একটি মূর্তি স্থাপন করা হয় ২০১৬ সালে।

আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন ভারতের তৎকালীন প্রেসিডেন্ট প্রণব মুখার্জী।

প্রথম থেকেই বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র-শিক্ষক তাদের ক্যাম্পাসে গান্ধীর মূর্তি মেনে নিতে পারেননি।

এর বিরুদ্ধে তারা পিটিশন করেন যাতে তারা বলেন, গান্ধী ছিলেন 'বর্ণবাদী'।তার মূর্তি সরিয়ে 'আফ্রিকার কোনো নায়কের' মূর্তি বসানোর দাবি করতে থাকেন তারা।

এই দিকে গত ১৩ ডিসেম্বর ২০১৮ ইং তারিখ (বৃহ:বার)  বিশ্ববিদ্যালয়ের ছাএ ছাএীরা গান্ধীর  মূর্তিটি ভেংগে দিয়েছে। 


(খবরঃবিবিসি,আফ্রিকা)

Comments

Popular posts from this blog

দক্ষিণ আফ্রিকার কেপটাউনে ফের চালু হচ্ছে রিফিউজি সেন্টার