দক্ষিণ আফ্রিকায় সিকুউরিটির গুলিতে সন্ত্রাসী নিহত


SAPB ONLINE | সাউথ আফ্রিকা |


দক্ষিণ আফ্রিকায় সিকিউরিটির গুলিতে ডাকাত নিহত।

গত  ২০ নভেম্বর ২০১৮ ইং তারিখ ডারবান শহরের একটি বাড়িতে ডাকাতি করার সময় স্থানিয় সিকিউরিটির গুলিতে একজন কৃষ্ণাঙ্গ ডাকাত নিহত হয়।



দক্ষিণ আফ্রিকায় নভেম্বর ও ডিসেম্বর মাস আসলেই চুরি ডাকাতি এবং প্রবাসী বাংলাদেশীদের সমস্যা বেড়ে যায়।তার কারণ ডিসেম্বর মাসেই খ্রিষ্টানদের ক্রিসমাস।

আর এই ক্রিসমাস কে কেন্দ্র করে ডিসেম্বর মাসেই দক্ষিণ আফ্রিকাস্থ স্থানীয় বেকার যুবকদের হাতে পর্যাপ্ত পরিমানে হাত খরচ থাকতেই হবে বাধ্যতামূলক।তা না হলে অপকর্ম করতে তারা বাধ্যতামূলক।

তার ভিতরে সামনে আসছে ডিসেম্বর এর মধ্যেই শুরু হয়ে গেছে চুরি ডাকাতি।



সুতারং :- সকলে অনুগ্রহ পূর্বক সাবধানতা অবলম্বন করে চলাফেরা করুন।

কারন দক্ষিণ আফ্রিকায় চুরি ডাকাতি সহ ঘুম খুন হত্যা রাহাজানি দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

আল্লাহ আমাদের সকলকে হেফাজত দান করুন এবং নিরাপদে রাখুন।

Comments

Popular posts from this blog

দক্ষিণ আফ্রিকার কেপটাউনে ফের চালু হচ্ছে রিফিউজি সেন্টার