দক্ষিণ আফ্রিকায় প্রবাসী বাংলাদেশীর মৃত্যু


SAPB ONLINE

সাউথ আফ্রিকা প্রবাসী বাংলাদেশী |

একটি শোক সংবাদ

দক্ষিণ আফ্রিকায় প্রবাসী বাংলাদেশী মৃত্যুর সাথে লড়াই করে চলে গেলেন না ফেরার দেশে।

দক্ষিণ আফ্রিকার (ভেলকম) ফ্রী ইস্ট্র শহরের প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী সুমন ভূঁইয়ার বোনের জামাই ভেলকম প্রবাসী বাংলাদেশী ভিবিন্ন রাজনৈতিক ও সামাজিক প্রবাসী অঙ্গসংগঠনের একজন নিবেদিত প্রাণ মোহাম্মদ আলাউদ্দিন (ডাক্তার) মারা গেছেন।

গত বুধবার হার্ট এ্যাটাক করে হাসপাতালে আজ ২২ নভেম্বর ২০১৮ ইং তারিখ (বৃহ:বার) সন্ধ্যা ৬:৩০ মিনিটে স্হানিয় বংঙ্গাঁনী হাসপাতালে আই সি ইউ তে থাকাকালে ইন্তিকাল করেন।

ইন্নালিল্লহি ওয়াইন্না ইলাহি রাজিউন।



দক্ষিণ আফ্রিকা ফ্রী ইস্ট্র ভেলকম শহরে গত বুধবার ভোর ৪ টার সময় তিনি হার্টএট্যাক করলে সাথে সাথে ফ্রী ইস্ট্র ভেলকমের স্হানিয় বংঙ্গাঁনি নামক হাসপাতালে আই সি উতে ভর্তি করানো হয়।গতকাল এবং আজকে দুপুর পর্যন্ত্য উনার অবস্তা আরো অবনতি হয়।

সূত্রে যানা যায় তাকে উন্নত মানের চিকিৎসা না করানো এবং সরকারী হাসপাতালের ডাক্তারের চিকিৎসা অবহেলায় তার মৃত্যু সুনিশ্চিত করা হয় বলে প্রাথমিক ভাবে ধারনা করেন নিহতের স্বজনরা।

নিহত আলাউদ্দিন সম্পর্ন্য সুস্থ ছিলেন বলে স্হানিয় প্রবাসী বাংলাদেশীরা এমনটি জানায়।

আল্লাহ মরহুমকে জান্নাতবাসী করুন।আমিন।

Comments

Popular posts from this blog

দক্ষিণ আফ্রিকার কেপটাউনে ফের চালু হচ্ছে রিফিউজি সেন্টার